দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একদিকে ছট পুজো ও অন্যদিকে সপ্তাহের প্রথম দিন। সোমবার হয়তো আপনি তাড়া নিয়ে অফিস যাচ্ছেন। কিন্তু হঠাৎ ট্র্যাফিকের জালে আটকে গেলে কি ভালো লাগে। তাই আগে থেকে জেনে নিন শহরের ট্রাফিকের হালচাল।
কলকাতা ট্রাফিক কন্ট্রোল সূত্র খবর, এদিন সকাল থেকেই ছট পুজো উপলক্ষে শহরের বিভিন্ন রাস্তায় রয়েছে যান নিয়ন্ত্রণ। বন্ধ রয়েছে স্ট্র্যান্ড রোড, অক্লান রোড, কিংস ওয়ে। ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এই ব্যবস্থা সাময়িক। পুণ্যার্থীদের ভিড় কমলেই ফের খুলে দেওয়া হবে রাস্তাগুলি। তবে বিকেলের দিকে পুণ্যার্থীদের সূর্যাস্তের পুজো সময় গাড়ির চাপ বুঝে যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। ঘুরিয়ে দেওয়া হতে পারে গাড়ি। মূলত সূর্যোদয় ও সূর্যাস্ত দুই সময়েই গঙ্গার ঘাটে এসে পুজো করেন পুণ্যার্থীরা।
এছাড়াও, এদিন রয়েছে জগদ্ধাত্রী পুজোও। কলকাতা শহরে জগদ্ধাত্রী পুজো নিয়ে তেমন উন্মাদনা না থাকলেও পুজোর সংখ্যা কম নয়। তবে এদিন সকালেও কোনও কোনও মণ্ডপে আসতে দেখা গেল ঠাকুর। তবে জগদ্ধাত্রী পুজোর জন্য শহরের ট্রাফিকে প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।