কলকাতা, ২ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের আল তাকিয়া ফাঁস! খিলাফত মঞ্চ থেকে হিন্দু বিরোধিতা এবং হিন্দু বিরোধী রাজনীতি।” বুধবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন বিজেওয়াইএম–এর রাজ্য সহ সভাপতি তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তরুণজ্যোতি লিখেছেন, “ক্যালকাটা খিলাফত গঠিত হয়েছিল খলিফার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, যেখানে ইসলামী শাসনব্যবস্থার পক্ষে আন্দোলন করা হতো। সেই মঞ্চ থেকেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে দাঁড়িয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন—এটা তো একেবারেই প্রত্যাশিত! তার "হিন্দু" নাম এবং "ব্রাহ্মণ" পদবী কি শুধুই একটা রাজনৈতিক মুখোশ? ‘আল তাকিয়া’ ছাড়া আর কিছুই নয়! সংখ্যালঘু তোষণের চরম পর্যায়ে পৌঁছে তিনি স্পষ্টতই একপেশে রাজনীতি করে চলেছেন। এই ভণ্ডামি আর কতদিন চলবে?”
মমতা বন্দ্যোপাধ্যায়ের Al-Taqiya ফাঁস! খিলাফত মঞ্চ থেকে হিন্দু বিরোধিতা এবং হিন্দু বিরোধী রাজনীতি।।
— Tarunjyoti Tewari (@tjt4002) April 2, 2025
Calcutta Khilafat Committee গঠিত হয়েছিল খলিফার শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, যেখানে ইসলামী শাসনব্যবস্থার পক্ষে আন্দোলন করা হতো। সেই মঞ্চ থেকেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে… pic.twitter.com/AtdOAQTfBf