kolkata

2 weeks ago

School jobs case: “আপনাদের শোকে আমরা পাথর”, চাকরিহারাদের স্বান্ত্বনা মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

কলকাতা, ৭ এপ্রিল : সর্বতোভাবে ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের স্বান্ত্বনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”আপনাদের শোকে আমরা পাথর। আমরা হৃদয়হীন নই। দায় ঝেড়ে ফেলতে পারি না।” তিনি বলেন, “ভিক্ষা করে আপনাদের খেতে হবে না। স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিস পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান।” তাঁর আরও বক্তব্য, ”আমার প্রতিশ্রুতি, যোগ্যদের চাকরি কারও কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।” মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ভালো ফলাফল করে এসেছেন, তাঁদের সবাইকে শীর্ষ আদালত ‘চোর’ বলছেন! এটা হয়? রায়ের পিছনে কোনও খেলা নেই তো? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, তা আমরা আশা করি।” সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সমাবেশে বক্তৃতা দেন তিনি। তার আগে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ে বঙ্গে। মমতার সামনে চাকরিহারাদের অবস্থান কী হয়, মুখ্যমন্ত্রীই বা কী বার্তা দেন, সে দিকে নজর ছিল অনেকেরই।

You might also like!