kolkata

1 week ago

Howrah :রবিবার জল বন্ধ থাকবে হাওড়ায়, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা

Water will be shut off on Sunday in Howrah, there is a fear of suffering
Water will be shut off on Sunday in Howrah, there is a fear of suffering

 

হাওড়া, ১৯ অক্টোবর : রবিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হাওড়া পুরসভার সব ক’টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেলেপোল এলাকায় জল সরবরাহের মূল পাইপলাইনে মেরামতির কাজ চলবে। পাশাপাশি পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টেও কিছু সংস্কারের কাজ করা হবে। আর তাই রবিবার দুপুর দু'টো থেকে সোমবার সকাল পর্যন্ত হাওড়ায় বন্ধ থাকবে জল পরিষেবা। দীর্ঘ সময় জল পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষের সমস্যা হবে, তা বলাই বাহুল্য।

You might also like!