kolkata

2 weeks ago

Nabanna Rally: 'শকুনের রাজনীতি চলছে', নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাকে রাজনৈতিক চক্রান্ত বলে মন্তব্য করল তৃণমূল কংগ্রেস। এবার এই নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। অশান্তি পাকাতে আগামিকালের জন্য বিজেপি ভয়ংকর প্লট তৈরি করেছে বলেই দাবি কুণাল ঘোষের। দুটি ভিডিও দেখিয়ে তৃণমূল নেতার আরও দাবি, গুলি চালানো এমনকী ওই মিছিল থেকে ইচ্ছাকৃতভাবে খুনের ষড়যন্ত্রও করা হতে পারে।তার আগে সোমবার সকালে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’’ পরে তাঁর বক্তব্যের সমর্থনে দু’টি গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল 

সোমবার সকাল ১১টা নাগাদ তৃণমূল ভবনে ওই সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা (সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা তাঁকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলে অভিহিত করেন) কুণাল ঘোষ। সেখানেই কুণাল বলেন, ‘‘মঙ্গলবারের মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা তৃণমূলের সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আরজি করের ঘটনার বিচার চাই। আপনারা যদি বলেন, জাস্টিস ফর আরজি কর, আমরা বলব তোমার আমার এক স্বর। কিন্তু যদি বলেন ‘রিজ়াইন মমতা’। তবে আমরা বলব, ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কিন্তু মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়নি। ওই মিছিলে বাইরের রাজ্য থেকেও লোক আনা হতে পারে। এমনকি, তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটতে পারে। কারণ এরা বডি চাইছে।’’

তিনি জানান, বিভিন্ন সূত্র মারফত ভিডিয়োটি তাঁদের হাতে এসে পৌঁছেছে। প্রথম ভিডিয়োয় পর্দায় দেখা যায় এক যুবককে। তবে নেপথ্যে গলা শোনা যায় আরও দু’জনের। এক নেপথ্য কণ্ঠস্বর প্রশ্ন করে, ‘‘২৭ তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে হবে বলছেন, তা কি আদৌ শান্তিপূর্ণ হবে?’’ জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায়, ‘‘গুলি চলবে। রাবার বুলেট চলবে।’’ পরের ভিডিয়োটিতেও প্রায় প্রথম ভিডিয়োটিরই বক্তব্য ঘুরে ফিরে এসেছে। সেখানে পর্দার ব্যক্তি বলছেন, ‘‘একটা-দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না।’’

ভিডিয়ো দু’টি প্রকাশ করে কুণাল বলেছেন, ওই মিছিলে ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরি করার আগাম পরিকল্পনা করা হয়েছে। কিন্তু ওই মিছিলই সম্পূর্ণ অবৈধ। কারণ যাঁরা মিছিল করছেন, তাঁরা পুলিশ এবং প্রশাসনকে মিছিলের বিষয়ে জানায়নি। কুণাল এ-ও বলেন যে, নামে ছাত্রদের আন্দোলন হলেও ওই মিছিল মূলত নেপথ্যে থেকে চালনা করছে বিজেপি, এবিভিপি, আরএসএস। এমনকি নাম বদলে সিপিএমের কিছু গোষ্ঠীও থাকবে ওই মিছিলে। কিন্তু বেআইনি ওই মিছিল চলতে পারে না। পরে চন্দ্রিমাও সাংবাদিক বৈঠকে একই দাবি করেন। তিনি রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে অনুরোধ করেছেন সতর্ক থাকতে। যেন কোনও ভাবেই সীমান্ত পেরিয়ে বাইরের লোক ঢুকতে না পারে। তিনি এ-ও বলেন, পুলিশ যেন কোনও রকম প্ররোচনার ফাঁদে না পড়ে।

You might also like!