দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩০ তারিখ অবধি বিশ্বভারতীর উপাচার্য বাংলোতেই থাকতে চান বিশ্ব ভারত্রীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। ইতি মধ্যেই বিষয়টি শিক্ষামন্ত্রককে এ বিষয়ে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর জনসংযোগ বিভাগের তরফে সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর শিক্ষা মন্ত্রকের তরফে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিককে একটি মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়। মূলত মন্ত্রকের সঙ্গে নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের আনুষ্ঠানিক পরিচয় সংক্রান্ত বৈঠক ছিল।
সেখানেই মন্ত্রকের এক প্রশ্নের জবাবে জানানো হয়েছে, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৩০ নভেম্বর পর্যন্ত উপাচার্যের বাংলোতে থাকতে চেয়েছেন। এ নিয়ে গত ১৫ নভেম্বর তাঁর আইনি উপদেষ্টা একটি ইমেল পাঠান। বিশ্বভারতী নিয়ম মেনেই এই আবেদন বিবেচনা করছে।
পাশাপাশি মন্ত্রকের পক্ষ থেকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে সসম্মানে বিদায় জানাতে হবে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে না হয় এই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে বিশ্বভারতীকে।
পাশাপাশি ফলক বিতর্কের পর শিক্ষামন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, তিনটি ভাষায় (বাংলা, হিন্দি ও ইংরেজি) তৈরি করতে হবে ফলক। প্রথমে বিশ্বভারতী একটি ফরম্যাট তৈরি করে তা শিক্ষামন্ত্রককে পাঠাবে। মন্ত্রক অনুমোদন দিলে তবেই সেই ফলক বসাতে পারবে বিশ্বভারতীর হেরিটেজ স্থানগুলিতে।