kolkata

3 weeks ago

Manoj Mitra: মনোজ মিত্রর শারীরিক অবস্থা গুরুতর, হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা

Manoj Mitra
Manoj Mitra

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ অভিনেতা মনোজ মিত্র। বিধাননগরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রবিবার প্রবীণ অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থায় এখনও কোনও উন্নতি হয়নি।

বুকে ব্যথা শুরু হওয়ায় রবিবার হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ চলচ্চিত্র অভিনেতা মনোজ মিত্রকে। ৮৬ বছরের অভিনেতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও অসুস্থ হন তিনি। সেই সময় পেসমেকার বসে তাঁর।

You might also like!