kolkata

10 months ago

Durgapur:এজেন্টকে বাধা দেওয়া নিয়ে অশান্তি, দুর্গাপুরে এলাকা-ছাড়া বিজেপি বিধায়ক

Unrest over barring of agent, Durgapur constituency-except BJP MLA
Unrest over barring of agent, Durgapur constituency-except BJP MLA

 

দুর্গাপুর, ১৩ মে : বুথে পোলিং এজেন্টকে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হল দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায়। বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে এলাকা থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে বাধা দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত।

ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, তাঁদের বিধায়ককে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিধায়ক বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন।


You might also like!