কলকাতা, ২০ আগস্ট : আর জি কর হাসপাতালে নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগদানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই রাজ্যের মা মাটি মানুষ সরকার ভোটে গণতান্ত্রিকভাবে জিতেছে। অথচ আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। সংবেদনশীল ভূমিকা নেই বর্তমান সরকারের। তাদের সদিচ্ছা নেই। প্রতি পদে তা প্রমাণিত। এই নৃশংস ঘটনা ধামাচাপা দিতেই বরং তৎপর রাজ্য সরকার। দেশজুড়ে এখন শিশুরাও প্রশ্ন তুলেছে ভয়ঙ্কর ঘটনা। এই মুহূর্তে একজন সিভিক পুলিশ ধৃত। সে আবার কলকাতা পুলিশের কর্মী।