kolkata

2 weeks ago

Kolkata News :শিশুদের অধিকার সুরক্ষায় প্রয়াস ইউনিসেফ-এর, তিলোত্তমার দ্রষ্টব্য স্থান সেজে উঠল নীল আলোয়

UNICEF's effort to protect children's rights, Tilottma landmark lit up in blue
UNICEF's effort to protect children's rights, Tilottma landmark lit up in blue

 

কলকাতা, ২১ নভেম্বর : গত দিন দু'য়েক ধরে মহানগরী কলকাতা ও রাজ্যের বেশ কিছু দ্রষ্টব্য স্থান, বিশিষ্ট ভবন ও ধর্মীয় স্থানকে নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে, শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকার সুরক্ষিত করার আবেদন জানাতে এ বছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু' ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং সৌধকে নীল আলোয় সাজিয়েছে।

বিধানসভা ভবন, হাওড়া ব্রিজ, মেটকাফ হল, বিড়লা তারামণ্ডল, নেহরু শিশু মিউজিয়ম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ম এবং ইউনিসেফ অফিসকে নীল আলোয় সাজিয়ে তোলা হয়েছে। এই প্রসঙ্গে ইউনিসেফের পশ্চিমবঙ্গ অফিসের ভারপ্রাপ্ত প্রধান অমিত মেহরোত্রা বলেন, মেয়ে ও ছেলে যে সমান এবং তাদেরকে সমানভাবে বেড়ে উঠতে দেওয়া উচিত, সেই বার্তা দিতেই এই উদ্যোগ।

কুড়ি নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে, শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকার সুরক্ষিত করার আবেদন জানাতে এ বছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু' ক্যাম্পেনের অংশ হিসেবে কলকাতায় বিধানসভা ভবন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, মেটকাফ হল, বিড়লা তারামণ্ডল, নেহরু শিশু মিউজিয়ম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ম এবং ইউনিসেফ অফিসকে নীল আলোয় সাজিয়েছে।

ভারতবর্ষ সহ সারা বিশ্বে আজ শিশুরা এবং তাদের বিকাশকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাদের বেঁচে থাকা, শারীরিক ও মানসিক বৃদ্ধি, সার্বিক বিকাশ, সুরক্ষা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণকে সারা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এইভাবে নীল আলোয় সাজানোর মাধ্যমে এই বার্তাটাই সাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উপরোক্ত ভবনগুলি ছাড়াও, বিভিন্ন ধর্মীয় স্থান যেমন পুরুলিয়া শহরের জেলেপাড়া দুর্গামন্দির ও সেন্ট জোসেফ বিলিভার্স ইস্টার্ন গির্জা, মালদার কালিয়াচকের শেখপাড়া জামামসজিদ, দক্ষিন দিনাজপুরের পাতিরামের সেন্ট মেরি গির্জাকেও একইভাবে নীল আলোতে সাজানো হয়েছে। কোলকাতা শহরের পরেশনাথের মন্দির, জাপানী বুদ্ধ মন্দির, নূর মসজিদ এবং সন্ত কুটিয়া গুরদ্বারও নীলাভ রূপ নিয়েছে। ধর্মীয়স্থানগুলিকে সাজানোর মাধ্যমে এইসব ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও শিশু অধিকার ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে উঠবে।


You might also like!