kolkata

1 week ago

Train services disrupted on Sealdah South Branch: শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, ভোগান্তি রাজ্যের অন্যত্রও

Train services disrupted on Sealdah South Branch
Train services disrupted on Sealdah South Branch

 

কলকাতা, ২৮ আগস্ট : বিজেপির ডাকা বনধের জেরে বুধবার সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। যার জেরে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়। বেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় রেল যাত্রীদের। ট্রেন না পেয়ে অনেকেই সড়কপথে রওনা দিয়েছেন নিজেদের গন্তব্যের উদ্দেশে।

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে সকালেই রেল অবরোধ হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়েন তাঁরা। মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। বহরমপুরেও প্রভাব পড়েছে যথেষ্ট। কৃষ্ণনগর রেল স্টেশনেও অবরোধ। ট্রেনের সামনে বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে পড়েন বনধ সমর্থকেরা।

You might also like!