কলকাতা, ৪ সেপ্টেম্বর : শনিবারের তুলনায় রবিবার সকালটা অনেকটাই আলাদা থাকবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস। শনিবারও সকাল থেকেই বৃষ্টি হলেও রবিবাসরীয় সকালে রোদ ঝলমলে শহরের আকাশ। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিনও শহরে কয়েক পশলা বৃষ্টি হবে। অন্যদিকে, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।
এদিনও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহরে রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্য়ুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা অবস্থাই বজায় থাকবে। তাপমাত্রা কমায় গরমের দাপট একটু হলেও কমবে জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে। এদিন প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে।