kolkata

7 months ago

Know your Horoscope : কী বলছে আজ আপনার রাশিফল জেনে নিন এক ক্লিকে

Today's Horoscope

 

মেষ রাশিঃ আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।  কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। আজ সন্তানের ভাল কাজ আপনাকে অবাক করবে। 


বৃষ রাশিঃ আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।


মিথুন রাশিঃ প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও কথায় প্ররোচিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। মনের মতো মানুষের দেখা পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। সৌখিনতার জন্য খরচ হতে পারে।


কর্কট রাশিঃ  প্রতিবেশীর কাছে জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিকট কোনও লোক শত্রুতা করতে পারেন। বাড়িতে অতিথি আসার যোগ।


সিংহ রাশিঃ আজ কোনও সূত্রে কিছু অর্থ হাতে আসতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে।  পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা।


কন্যা রাশিঃ আজ কোনও কাজে বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বিবাদ হতে পারে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন।


তুলা রাশিঃ একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। শরীর নিয়ে আজ কষ্ট পেতে পারেন। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। আজ প্রিয়জনের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক দিনের আশা করা কোনও বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। 


বৃশ্চিক রাশিঃ অভিনেতাদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় বাধার যোগ। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।


ধনু রাশিঃ আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান পেতে পারেন। পিতার সম্পত্তি হাতে আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। 


মকর রাশিঃ চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে।


কুম্ভ রাশিঃ  মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ। গঠনমূলক কোনও কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।


মীন রাশিঃ আজ সারা দিন ব্যবসা ভাল চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারও জিনিসের দায়িত্ব নিলে বিপদ হতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে।


You might also like!