kolkata

1 year ago

Durga Puja 2022 : বিভিন্ন ঘাটে চলছে তর্পণ, রয়েছে প্রশাসনের কড়া নজরদারি

বিভিন্ন ঘাটে চলছে তর্পণ, রয়েছে প্রশাসনের কড়া নজরদারি
বিভিন্ন ঘাটে চলছে তর্পণ, রয়েছে প্রশাসনের কড়া নজরদারি

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর  : আজ মহালয়া। সূর্যোদয়ের পূর্বেই ভোর থেকে সর্বত্র শুরু হয়েছে তর্পণ। গঙ্গা তো বটেই, অন্য নদীর ঘাটেও সকাল থেকে শুরু হয়েছে তর্পণ। পিতৃপুরুষদের তৃপ্ত করতে ভিড় বিভিন্ন ঘাটে ঘাটে। কলকাতা ও হাওড়ার গঙ্গাতীরবর্তী ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তাও। প্রস্তুত রয়েছে পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশও।

হাওড়ায় গঙ্গার ২০টির বেশি ঘাটে তর্পণের জন্য ভিড় করেন সাধারণ মানুষ। তার মধ্যে উল্লেখযোগ্য শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া ময়দানের তেলকল ঘাট, সালকিয়ার বাধাঘাট, ঘুসুড়ির গোসাইঘাট, শিবপুরের শিবপুর ঘাট-সহ একাধিক জায়গা ৷ এ দিন কয়েকশো জনসমাগম হয় । পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ।

পুরাণ অনুযায়ী, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের কাছ থেকে জল গ্রহণের ইচ্ছা পোষণ করে। এই পক্ষে অন্ন ও জল দিলে পূর্বপুরুষরা শক্তি পান। যার ভিত্তিতে তিনি পরলোকে যাত্রা করতে পারেন ও পরিবারের সদস্যদের কল্যাণ করেন। তবে তর্পণ চলাকালীন গঙ্গার ঘাটে যে কোনও ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন।

You might also like!