কলকাতা, ২৮ আগস্ট : রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও দিনভর বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ঘনঘন বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষির আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৬৫ শতাংশ।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে। এর মধ্যে আলিপুরে বৃষ্টির পরিমাণ ৫৩.৫ মিলিমিটার। প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঠনঠনিয়ায়। সেন্ট্রাল অ্যাভিনিউতে বৃষ্টি হয়েছে ৭৯ মিলিমিটার। মানিকতলায় বৃষ্টি হয়েছে ৭০ মিলিমিটার। এছাড়া চিংড়িঘাটাতে ৫৯ মিলিমিটার, তপসিয়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে এই এলাকাগুলি। জল জমেছে মানিকতলা, শিয়ালদা, এমজি রোড সহ উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায়। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সল্টলেক চত্বরও। এছাড়াও বেহালা, রাসবিহারী, সাদার্ন অ্যাভিনিউতেও জল দাঁড়িয়ে গিয়েছে।