দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের অভিযোগ 'রেড রোডে তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দেওয়ার জন্য সরকারি কর্মীদের চাপ দেওয়া হচ্ছে, আর যোগ না দিলে দূরে বদলির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে,'। তবে আইএনটিটিইউসি এই অভিযোগ মানতে নারাজ। এবং এটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, 'শাসকদল আজ সরকারি কর্মচারিদের ডেকেছে, রেড রোডে ধরনার জন্য। সেখানে বলা হয়েছে অফিসে আসবেন, সই করবেন, ধরনা মঞ্চে চলে যাবেন। যদি না যান, তাহলে বদলি করে দেওয়া হবে। এটা কর্ম সংস্কৃতি নষ্ট করে নাকি করে না, সেইটাই জানতে চাই আমরা। মানুষ অধিকারের দাবিতে ধর্মঘট করলে, তখন কর্মসংস্কৃতির দোহাই দিয়ে খড়্গহস্ত হন..., অন ডিউটি অবস্থায় সরকারি কর্মচারিরা কোনও রাজনৈতিক দলের সভায় যোগ দিতে পারেন কি না? যেখানে আইনে পরিষ্কার করে বলাই আছে যে সরকারি কর্মচারির সরাসরি কোনও রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, বা দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। তাহলে কি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদেরও এই চাপ দেওয়া হচ্ছে? উত্তরে ভাস্কর ঘোষ বলেন, 'আমাদের অনেক সদস্যকেই বলা হয়েছে, না গেলে দূরে বদলি করব। তাঁরা বলেছে, বদলির ভয় আমরা পাই না। বদলির ভয় পাই না বলেই আন্দোলন চালিয়ে যাচ্ছি।'