হাওড়া, ১৯ সেপ্টেম্বর : হাওড়া সদরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রের গাড়িতে হামলা চালালো দুষ্কৃতী। বুধবার রাতে কালীঘাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। গাড়িতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ, বেলুড়ে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল নেতা। বেলুড় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে।