kolkata

1 year ago

TMC leader Sougata Roy reacts on Anubrata : কেষ্ট-কন্যার স্কুলে না গিয়েও বেতন নেওয়া 'তুচ্ছ ঘটনা', দাবি সৌগতর

TMC leader Sougata Roy reacts on Anubrata
TMC leader Sougata Roy reacts on Anubrata

 

কলকাতা, ২১ আগস্ট : অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের স্কুলে না গিয়ে বেতন তোলাকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি করলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেকেই এরকম স্কুলে না গিয়ে বেতন নেন। এটি একটি তুচ্ছ বিষয়।’গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর পরই একাধিক অভিযোগ উঠে আসছে। সম্প্রতি অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের মেয়ের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠতে শুরু করেছে। টেটে উত্তীর্ণ না হয়েই সুকন্যা নাকি স্কুলে চাকরি পেয়েছেন। এমনকি, স্কুলে না গিয়েও তিনি বেতন তুলেছেন। এমনই অভিযোগ ঘিরে বিতর্ক ছড়িয়েছে। আর এই বিতর্কেই এবার ঘি ঢাললেন সৌগত রায়। তিনি আরও বলেন, ‘স্কুলে না গিয়ে শিক্ষক যদি বেতন পেয়ে থাকেন, তা অন্যায়। সরকার ব্যবস্থা নিক। কিন্তু এটা ছোট ঘটনা।’ পাশাপাশি, তৃণমূলের প্রবীণ সাংসদের দাবি, ‘এমনিতেই যাঁরা অনুব্রতর মেয়ে নন, তাঁরাও স্কুলে যান না। এ আর নতুন কি? আমি মনে করি, এটা তুচ্ছ ঘটনা।

You might also like!