দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-এই মেঘ তো এই কড়া রোদ। দু’দিন ধরেই অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। তারমধ্যেও প্রতিবাদ কিন্তু থামেনি। বৃহস্পতিবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। আবার হঠাৎই মেঘে ঢাকছে শরতের আকাশ। বেলা বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিও। এরমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর, বড় হাওয়া বদলের আপডেট দিল। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করবে বলে খবর।
জানা গিয়েছে, নতুন করে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সপ্তাহান্তে যার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ধীরে ধীরে।
দক্ষিণবঙ্গ জুড়েই আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দিনভর কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে অস্বস্তি জারি থাকবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।