কলকাতা, ২ অক্টোবর : নিম্নচাপ কাটতেই চড়া রোদ, সঙ্গে ভ্যাপসা গরম। আশ্বিন মাসেও গরমের দাপটে অস্বস্তি দক্ষিণবঙ্গে। এই আবহে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম থেকে স্বস্তি মিললেও, পুজোর সময় বৃষ্টি হলে ভোগান্তি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তারপরেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে পুজো মণ্ডপ গুলিতে চলছে শেষ মুহূর্তের কাজ। কিন্তু, বিক্ষিপ্ত বৃষ্টি মণ্ডপ তৈরির কাজে বাধা-বিঘ্ন সৃষ্টি করছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন কি-না, তা নিয়ে দুঃশ্চিন্তায় উদ্যোক্তারা।