kolkata

5 days ago

Suvendu Adhikari slams TMC: তৃণমূলের অপ-শাসনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, নিশানা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ১৩ এপ্রিল : রাজ্যে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি নিয়ে "তৃণমূলের অপ-শাসন"-কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামো ভেঙ্গে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ-শাসন আর তোষনের রাজনীতি পশ্চিমবঙ্গকে পুড়িয়ে ছাড়খার করছে। পশ্চিমবঙ্গে এখন বাংলাদেশের মতো ধর্মীয় নিপীড়ন চলছে যার শিকার হচ্ছেন হিন্দুরা। উগ্র মৌলবাদীদের প্ররোচনায় আন্দোলনের নামে গত কয়দিন ধরে জেহাদিদের সন্ত্রাসে ভয়ে প্রায় ৪০০ জনেরও বেশী হিন্দু নদী পার করে মালদহের বৈষ্ণবনগরে দেওনাপুর-শোভাপুর গ্রাম পঞ্চায়েতের পার লালপুর হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তৃণমূলের অপ-শাসনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি এবং তোষনের ফলে উগ্র মৌলবাদীরা এতোটাই উৎসাহিত যে হিন্দুদের বাঁচার তাগিদে তাদের নিজের ভূমি থেকে পরিবার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আমি মুর্শিদাবাদ জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে সেখানে বসবাসকারী হিন্দুদের জীবন, জিবিকা এবং নিরপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করছি।"


You might also like!