দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ করেই কমল শীতের কামড়। এক লাফে ৩ ডিগ্রি বাড়ল গরম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
গরম বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশেরও মুখ বেশ গোমড়া। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টিতে ভিজতে পারে সরস্বতী পুজোও।
মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ সারাদিনই মেঘলা থাকবে।
বুধবার সরস্বতী পুজো৷ সেদিনও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।