kolkata

2 weeks ago

KMC : সেজে উঠছে মহানগরী, শারদোৎসবে শহর পরিচ্ছন্ন রাখাই লক্ষ্য কলকাতা পৌরনিগমের

KMC
KMC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা মহানগরীর বুকে সাফাই অভিযান নিত্যকার ঘটনা। জঞ্জাল অপসারণ বিভাগ নিয়মিত এই সাফাইয়ের কাজটি করে থাকে। এদিকে, সামনেই বাঙালির বৃহৎ উৎসব শারদ উৎসব। সাজ সাজ রব গোটা শহর জুড়েই। এই মুহূর্তে কলকাতা পৌর নিগমের সংশ্লিষ্ট বিভাগের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ হল শারদোৎসবের দিনগুলিতে শহর পরিচ্ছন্ন করে রাখা। এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। কোনও খামতি রাখা যাবে না এই মর্মে বার্তা দেওয়া হয়েছে। বিভাগীয় মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এ প্রসঙ্গে জানান, ৪০টি অত্যাধুনিক কমপ্যাক্টর মেশিন কেনা হয়েছে। বড় রাস্তার উপর যেমন তা বসানো থাকবে তেমনই ছোট সাইজের মেশিন কিনেছে কলকাতা পৌর নিগম। পুরপিতা ও পুরমাতাদের কাছে মেয়র পারিষদের সংযোজন, ওয়ার্ডের মধ্যে অল্প জায়গায় তা বসানো যেতেই পারে। আগাম জানিয়ে দেওয়া হলে সুবিধা হবে নাগরিকদের। জঞ্জাল অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ তৎপরতা নিয়েছে। অন্যদিকে, দর্শনার্থীদের মধ্যেই শহরের বুকে উপচে পড়া ভিড় সামলাতে আগে থেকেই প্রয়োজনমত জায়গায় শীঘ্রই তা বসিয়ে দিতে আগ্রহী কেএমসি।


You might also like!