kolkata

10 months ago

Weather forecast of bengal: মহানগরীতে সামান্য নামল তাপমাত্রার পারদ, গ্রাম বাংলায় অনুভূত শীতের আমেজ

The mercury of the temperature has slightly dropped in the metropolis
The mercury of the temperature has slightly dropped in the metropolis

 

কলকাতা, ২০ নভেম্বর: তিলোত্তমায় সামান্য নামল তাপমাত্রার পারদ। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যদিও তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গেই হালকা শীতের আমেজও অনুভূত হচ্ছে মহানগরীতে। শীতের আমেজ অনুভূত হচ্ছে গ্রাম বাংলাতেও।

সোমবার ভোরের দিকে বিভিন্ন জেলায় হালকা শীতের পরশ অনুভূত হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য হিমেল পরশ উধাও হয়ে গিয়েছে। এদিন কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ ছিল পরিষ্কার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনে নামতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা কথাও নেই। উত্তরবঙ্গে অবশ এখনই ভালোই শীত অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডা দার্জিলিং, কার্শিয়াং-এ।


You might also like!