কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সন্ধে থেকে ক্ষোভে ফুঁসছেন বিধাননগর রেল স্টেশনের হকারররা। শুক্রবারও তা কমেনি। স্টেশনের মধ্যেই রয়েছে অনুমতিহীন একাধিক খাবারের দোকান। সেই সমস্ত দোকান তুলে দিতে চাইছে রেল।
এ ব্যাপারে রেলের তরফে বৃহস্পতিবার মাইকে প্রচারও করা হয় বলে দাবি দোকানদারদের। বিষয়টি জানতে পারার পরই স্টেশনের হকাররা সকলকে একত্রিত হয়ে পাল্টা আন্দোলনের প্রস্তুতি শুরু করছেন।
ঘটনার সূত্রপাত, গত ২ ফেব্রুয়ারি বিধাননগর স্টেশনে একইসঙ্গে আপ দত্তপুকুর লোকাল, বজবজ নৈহাটি, আপ বনগাঁ লোকালের ঘোষণা করা হয়। যাত্রীদের অভিযোগ, দু’নম্বর প্ল্যাটফর্মে একই সঙ্গে তিনটি ট্রেনের ঘোষণা করার জেরে বিপত্তি ঘটে। তিনটি ট্রেনের যাত্রীরা একজোট হন প্ল্যাটফর্মে। তুমুল হইচই বেঁধে যায়।
ভিড়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। অনেকে পড়ে যান। কোন ট্রেন আগে আসবে, কোন ট্রেন পরে, সেই নিয়ে বিভ্রান্তির জেরে ছোটাছুটি শুরু হয়। সাবওয়েতেও ভিড় জমে যায়। এমন বিশৃঙ্খলময় পরিস্থিতির প্রতিবাদে রেল অবরোধ শুরু করেন যাত্রীরা। বরোধের কারণে আপ এবং ডাউন দু লাইনেই ট্রেন চলাচল থমকে যায়৷
রেলের তরফে সরকারিভাবে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রেলের এক আধিকারিক বলেন, হকাররা প্লাটফর্মের বেশিরভাগ জায়গা দখল করে নেওয়ায় যাত্রীদের দ্রুত চলাফেরা বাধা পাচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
যদিও রেলের কর্মীদের একটি গাফিলতিকে দায়ী করছেন হকাররা। তাঁদের বক্তব্য, "রেলের ভুলের খেসারত আমরা কেন দিতে যাব?"