কলকাতা, ২০ আগস্ট : “পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে। চিকিৎসক থেকে শুরু করে শিশু পর্যন্ত আওয়াজ উঠছে।” সামাজিক মাধ্যমে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এক্স হ্যান্ডলে তিনি সোমবার রাতে লিখেছেন, “প্রতিবাদের আগুন সবার চোখে মুখে। পূর্ব বর্ধমানে প্রতিবাদের এই আগুন জ্বালিয়েছে স্কুল ছাত্রীরা। আমরা তাদের সাথে রাস্তায় দেখা করেছি। প্রতিবাদকারীরা আরও বড় আন্দোলনে রাস্তায় নামবে। আমি তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেছি। ধর্ষণ ও হত্যার এই ঘটনা শুধু অভয়ার মর্যাদার অপমান নয়, সমাজের মর্যাদার ওপরও আঘাত। এটি পশ্চিমবঙ্গের জন্য চিরকাল দাগ হয়ে থাকবে।