kolkata

4 days ago

Kolkata Fire News: প্রিন্স আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে

Kolkata Fire
Kolkata Fire

 

কলকাতা, ২৮ অক্টোবর: কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বস্তিতে। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। এক স্থানীয় যুবক এই ঘটনায় আহত হয়েছেন। এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রায় দেড় ঘণ্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।


You might also like!