কলকাতা, ১১ জুন : চলন্ত বাসের দরজা ভেঙে বিপত্তি মুকুন্দপুরে। বাসের দরজা ভেঙে চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে গেলেন বেশ কয়েকজন যাত্রী। মঙ্গলবার সকালে কলকাতার মৌলালিতে এমন ঘটনাই ঘটল হাওড়া থেকে মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের একটি বাসে। বাস থেকে রাস্তায় পড়ে গিয়ে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের অনেককেই এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসের গেটের ধারে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন যাত্রী, আচমকাই মুকুন্দপুরগামী ২৪এ/১ রুটের ওই বাসের দরজা ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে বেশ কয়েকজন যাত্রী রাস্তায় পড়ে যান। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।