kolkata

1 week ago

Junior Doctors Protest Continue:ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ অব্যাহত, গানে-স্লোগানে চলল প্রতিবাদ

Junior Doctors Protest Continue
Junior Doctors Protest Continue

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতর থেকে কিছুটা দূরে ফিয়ার্স লেনে মঙ্গলবার সকালেও অবস্থান-বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা, কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চাই। গানে-স্লোগানে প্রতিবাদ চলছে জুনিয়র ডাক্তারদের। অবস্থান-বিক্ষোভ শুরু হয় সোমবার রাত থেকে, যা মঙ্গলবার সকালেও চলছে। চোখে-মুখে কোনও ক্লান্তি নেই জুনিয়র ডাক্তারদের। শুধু একটাই দাবি, আর জি করের নির্যাতিতার জন্য সুবিচার চাই।

আন্দোলনরত ডাক্তারদের দাবি হল, পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। রাত জেগেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা।

You might also like!