দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ ছাত্র নির্বাচন। বার বার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভোট করানোর দাবি জানিয়েছে বিরোধীরা। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেল সেই একই কথা। কলেজে সেমেস্টার চালু হয়েছে। ফলে ভোট প্রক্রিয়ায় বদল আসবে। সেই নয়া প্রক্রিয়া কার্যকর করে কবে ছাত্রভোট করানো হবে, তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানিয়ে দিলেন মমতা।
প্রায় ছয় বছর আগে, ২০১৭ সালে শেষবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে। এর পর বিক্ষিপ্তভাবে কয়েকটি কলেজে ভোট হলেও সামগ্রিকভাবে কিছু হয়নি। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একাধিকবার বলেছিলেন, ছাত্র সংসদ নির্বাচনে উদ্যোগী তাঁরা। পরিস্থিতি বুঝে নির্বাচন করানো হবে। বারবার বিরোধী ছাত্র সংগঠনগুলি এনিয়ে সরব হয়েছেন। পথে নেমে আন্দোলন করেছেন।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ছাত্র ভোটের পক্ষে সওয়াল করলেন তৃণমূলনেত্রী। বলেন, “ছাত্রদের নির্বাচন এবার হওয়া উচিত। এখন সেমেস্টার সিস্টেম। ব্রাত্য বসুকে বলব আসতে আসতে সেই অনুযায়ী সিস্টেম তৈরি করে নিতে।”
এই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, “এইসব একটু শান্ত হোক, মিটে যাক। তার পর পুজোর হয়ে গেলে আস্তে আস্তে ছাত্র সংসদ নির্বাচনটা করিয়ে দেব।”