২১ নভেম্বর, কলকাতাঃ আজ থেকে শুরু হচ্ছে দু'দিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এই সম্মেলনে যোগদান করতে চলেছেন রাজ্যসহ দেশের বণিক গোষ্ঠী ও শিল্পপতিরা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এই সভায় যোগ দিতে আসবেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানিসহ তাঁর বড় পুত্র করণ আম্বানি।এছাড়াও সজ্জন জিন্দাল-সহ রাজ্যের সমস্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্তারা থাকবেন। সম্মেলন শুরু হবে দুপুর তিনটেয়। তার আগেই মুখ্যমন্ত্রী কনভেনশন সেন্টারে বিভিন্ন শিল্পসংস্থার সঙ্গে পরপর বৈঠক করবেন। বিশেষ নজরে মুকেশ আম্বানির সঙ্গে মমতার বৈঠক।