kolkata

1 week ago

Bengal Global Business Summit: সূচনা হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন! মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে যোগ বণিকসভা ও শিল্প সংস্থার কর্তাদের

Mukesh Ambani & Mamata Banerjee (File Picture)
Mukesh Ambani & Mamata Banerjee (File Picture)

 

২১ নভেম্বর, কলকাতাঃ আজ থেকে শুরু হচ্ছে দু'দিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এই সম্মেলনে যোগদান করতে চলেছেন রাজ্যসহ দেশের বণিক গোষ্ঠী ও শিল্পপতিরা। 

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে এই সভায় যোগ দিতে আসবেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানিসহ তাঁর বড় পুত্র করণ আম্বানি।এছাড়াও সজ্জন জিন্দাল-সহ রাজ্যের সমস্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্তারা থাকবেন। সম্মেলন শুরু হবে দুপুর তিনটেয়। তার আগেই মুখ‌্যমন্ত্রী কনভেনশন সেন্টারে বিভিন্ন শিল্পসংস্থার সঙ্গে পরপর বৈঠক করবেন। বিশেষ নজরে মুকেশ আম্বানির সঙ্গে মমতার বৈঠক।

You might also like!