kolkata

3 weeks ago

Sandeshkhali Incident:আবার অডিয়ো ভাইরাল!'দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে'তিন কণ্ঠের কথাবার্তা-রহস্য

Sandeshkhali Incident
Sandeshkhali Incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার সন্দেশখালি রহস্য! ভিডিয়োর পর এ বার অডিয়ো ক্লিপ। যেখানে শোনা যাচ্ছে ‘রেখা পাত্রের মুখের দাগ’ সংক্রান্ত কথাবার্তা থেকে শুরু করে ‘দরকারে কলাগাছ কেটে ফেলতে বলেছেন দাদা’— এমন নানা কিছু। এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও।

আগামী ১ জুন সপ্তম দফায় ভোট রয়েছে বসিরহাটে। এই লোকসভার অধীনেই সন্দেশখালি। ফলে অডিও ক্লিপের কথোপকথন ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। অডিও ক্লিপে একজন মহিলা এবং দু'জন পুরুষ কণ্ঠকে কথা বলতে শোনা গিয়েছে।

যেখানে বসিরহাটের বিজেপি প্রার্থী, সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রর প্রসঙ্গ যেমন উঠে এসেছে তেমনই বলতে শোনা যাচ্ছে, 'দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে'। কে এই 'দাদা', 'কলাগাছ' শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

এ ব্যাপারে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে অডিও ক্লিপকে সামনে রেখে সন্দেশখালি কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র ফাঁস হয়েছে বলে আবারও দাবি করেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। অডিও ক্লিপে মহিলা কণ্ঠ স্থানীয় বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের বলে দাবি সুকুমারের। তৃণমূল বিধায়কের দাবি, অডিওর দুই পুরুষ কণ্ঠের একজন শুভঙ্কর এবং অন্যজন সুজয় মাস্টার

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "আমরা প্রথম থেকেই বলে এসেছি সন্দেশখালির ঘটনা সাজানো নাটক। এই অডিও ক্লিপেও তা স্পষ্ট। এখানে বলা হচ্ছে, রেখা পাত্রর মুখে অত্যাচারের যে দাগ দেখা গিয়েছিল আসলে সেটা নকল! অর্থাৎ ওখানে নারী নির্যাতনের কোনও ঘটনা ঘটেনি। ভাইরাল অডিওতে একথাও স্পষ্টভাবে শোনা যাছে যে দরকার পড়লে খুনও করতে হবে! বিজেপি কতটা নৃশংস তা এঘটনা থেকেই স্পষ্ট।"

সুকুমার প্রশ্ন তুলেছেন, " অডিও ক্লিপে 'দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে', বলতে কোন দাদার কথা বোঝানো হয়েছে, সেটা খতিয়ে দেখুক পুলিশ।"

তবে অডিও ক্লিপে যাদের কণ্ঠস্বর শোনা গিয়েছে বলে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দাবি করেছেন, সেই মাম্পি ওরফে পিয়ালি দাসেরও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপের সত্যতা যাচাইয়ের চেষ্টা হচ্ছে। 


You might also like!