kolkata

8 months ago

টেটে প্রশ্ন ভুল, প্রাথমিকে আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতির

Primary TET Recruitment
Primary TET Recruitment

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর  : প্রাথমিকে আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলায় এই নির্দেশ। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলেন তিনি। এই মামলায় ৩ দফায় ২৭২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

কলকাতা হাইকোর্টে প্রাথমিকে টেটে ভুল প্রশ্ন মামলায় এর আগেও চাকরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে ১৮৫ জন, তারপর আরও ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলাতেও বুধবার আরও ২২ জনকে চাকরির নির্দেশ দেন তিনি। যার ফলে এই নিয়ে প্রাথমিক টেটে ভুল প্রশ্নে এখনও পর্যন্ত ৩ দফায় মোট ২৭২ জনকে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৪ টেট পরীক্ষায় মূলত ছ'টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ভুল প্রশ্নের কারণেই টেট পরীক্ষায় তাঁরা কৃতকার্য হতে পারেননি বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্তে সেই চাকরিপ্রার্থীদের ২০২১ সালের ডিসেম্বরে বাড়তি ৬ নম্বর করে দেওয়া হয়। যার ভিত্তিতে মামলাকারীরা টেট উত্তীর্ণ হয়।

অভিযোগকারীদের বক্তব্য ছিল, নম্বর কম থাকায় ২০১৬ ও ২০২০- এই দুটি সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তাতে চাকরি পাননি তাঁরা। যার জেরেই তাঁদের প্রত্যেককেই চাকরি নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ীই আরও ২২ জনকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হল।

You might also like!