kolkata

6 months ago

TET Scam : শিয়ালদহে ধুন্ধুমার, পুলিশ চাকরিপ্রার্থী ধস্তাধস্তি

TET Scam

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বরঃ  টেট কেলেঙ্কারির প্রতিবাদ ও অবিলম্বে নিয়োগের দাবিতে সোমবার চাকরিপ্রার্থীদের একাংশ রাজভবন অভিযান করে। এ নিয়ে তুঙ্গে ওঠে পুলিশের তৎপরতা। দুপক্ষের ধস্তাধস্তি হয়।

বস্তুত এই অভিযানের অনুমতি না থাকায় পুলিশ চাকরিপ্রার্থীদের পথ আটকায়। সেখানে ১২ জনকে পুলিশ আটক করে। কিন্তু পুলিশকে নাকানিচোবানি খাইয়ে মিছিল চলে আসে মৌলালিতে। সেখানে দুপক্ষের ধস্তাধস্তির মাঝে চাকরিপ্রার্থীদের কেউ কেউ অন্য বাসে উঠে এসপ্লানেডে আসার চেষ্টা করে।

লেনিন সরনীতে নিউ মার্কেটের কাছে পুলিশ যাত্রীবাহী বাস থেকে বিক্ষোভকারীদের খুঁজে খুঁজে নামানোর চেষ্টা করে। সেখানে ধরা হয় বেশ কজনকে। সূত্রের খবর, ধৃত ৪৬ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ১৬ জন মহিলা। চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৭-তে তাঁরা টেট-এ উত্তীর্ণ হয়েছিলেন। তা সত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি।


You might also like!