দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পর্ষদের সঙ্গে পরবর্তী টেট নিয়ে তাঁর কথা হয়েছে। সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। তবে পরীক্ষার তারিখ এখনও স্থির হয়নি।পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের একটি বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকের পর নির্দিষ্ট তারিখ জানা যাবে। শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ পালন করতে পারছে না, এই মর্মে শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে।