কলকাতা, ২৭ আগস্ট : তিলোত্তমায় আগের দিনের তুলনায় অনেকটাই বাড়ল তাপমাত্রার পারদ। বৃষ্টি থামতেই ঘর্মাক্ত গরম ও অর্দ্রতাজনিত অস্বস্তিতে কাহিল হচ্ছে দক্ষিণবঙ্গ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় অস্বস্তি একটু বেশিই অনুভূত হচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। কখনও কখনও আবার রোদের দেখাও মিলেছে, মেঘলা আকাশের দরুণ রোদের তাপ আরও বেশি জ্বালা ধরাচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।