kolkata

2 months ago

Talliganj:সাতসকালে টালিগঞ্জের স্টুডিওতে অগ্নিকাণ্ড

Talligan
Talligan

 

কলকাতা, ১৯ মার্চ  : আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ। রবিবার সকালে পাঁচটা নাগাদ আচমকাই স্টুডিওর একাংশে আগুন ধরে যায়। দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবু শেষরক্ষা হয়নি। কার্যত ছাই হয়ে গিয়েছে স্টুডিওর স্টোর রুম। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আশপাশের পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের বাড়ি থেকে বের করে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল পাঁচটা নাগাদ আচমকা স্টুডিওর একাংশ থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেন তাঁরা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু করেননি। কিন্তু কোনও লাভ হয়নি। দমকলের ৩টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আপাতত পকেট ফায়ার নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ততক্ষণে অবশ্য স্টুডিওর একাংশ ছাই হয়ে গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।


You might also like!