কলকাতা, ২২ সেপ্টেম্বর : দীর্ঘ আড়াই বছর পর নবনির্মিত টালা সেতু বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। বিকেলে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে এখনই এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করতে পারবে না। পরিবর্তে শুধুমাত্র দু’চাকা বা চার চাকার গাড়িই চলাচল করবে। ধাপে ধাপে ভারী যান চলাচলের অনুমিত দেওয়া হবে বলে জানা গিয়েছে।
অত্যাধুনিক টালা ব্রিজ লম্বায় পৌনে এক কিমি, খরচ হয়েছে প্রায় ৪৬৫ কোটি। পুজোর আগেই অত্যাধুনিক টালা সেতু পাচ্ছে কলকাতা। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়। ২০১৯ সালে পুজোর আগে ওই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দিয়ে সরকারি সংস্থা রাইটস জানায়, টালা সেতু ভেঙে ফেলে নতুন নির্মাণ প্রয়োজন। সেতু বিশেষজ্ঞ ভি কে রায়নাও একই সুপারিশ করেন।