kolkata

2 weeks ago

student Missing case : মধ্যরাত থেকে নিখোঁজ ৪ ছাত্র নেতা, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

Subhendu Adhikari (symbolic picture)
Subhendu Adhikari (symbolic picture)

 

কলকাতা, ২৭ আগস্ট : মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, চার জন ছাত্রনেতা ‘নিখোঁজ’, মধ্যরাত থেকে। সমাজমাধ্যমে ওই চার ছাত্রনেতার নাম উল্লেখ করে বিরোধী দলনেতা লিখেছেন, তাঁরা হাওড়া স্টেশনে আসছিলেন এবং মধ্যরাতের পর আচমকা নিখোঁজ হয়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী লিখেছেন, “তাঁদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না, ফোনেও উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করে থাকতে পারে।” এর পরই বিরোধী দলনেতার যোগ করেছেন, “যদি তাঁদের (ওই চার ছাত্রনেতার) কিছু হয়ে যায়, তার জন্য দায়ী থাকবে মমতার পুলিশ।

You might also like!