কলকাতা, ২৮ সেপ্টেম্বর : সুপ্রিম কোর্টে শুক্রবার পর্যন্ত ‘স্বস্তি’ বহাল মানিক ভট্টাচার্যর। নিয়োগ-দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বাড়ল মানিকের রক্ষাকবচের মেয়াদ।
সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ‘শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। তদন্ত চলবে, তবে মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই’। মানিক-মামলায় এবার এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিকে এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিবিআই তদন্ত ঠিক রাস্তায় এগোচ্ছে, কেউ ছাড় পাবেন না।
এদিকে 'নিখোঁজ' থাকার পর দিল্লিতে বঙ্গভবনে ‘খোঁজ’ মেলে মানিক ভট্টাচার্যের। বঙ্গভবনের পাঁচ তলায় ৫১২ নম্বর ঘরে ছিলেন মানিক ভট্টাচার্য। দিল্লিতে ছিলেন, গতকালই সুপ্রিম কোর্টে শুনানির সময় জানান মানিকের আইনজীবী। বঙ্গ ভবনে আরও ১০ দিন থাকতে চেয়ে আবেদন মানিকবাবুর, খবর সূত্রের।