কলকাতা, ৩০ সেপ্টেম্বর : উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই আপাতত দুর্যোগের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে, রোদ ঝলমলে আকাশ। রোদের দাপটে গরমও বেশ অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদও চড়ছে কলকাতায়, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পুজো পর্যন্ত একই পূর্বাভাস দক্ষিণবঙ্গেও। তবে, দুর্যোগের সম্ভাবনা নেই। বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। জেলার কিছু অংশে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।