কলকাতা, ১২ এপ্রিল : গত আগস্ট মাসে আর জি কর হাসপাতাল–কান্ডের দীর্ঘ আন্দোলনপর্বের নেতৃত্বের রাশ শেষ পর্যন্ত পরোক্ষভাবে চলে গিয়েছিল বামেদের হাতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি আন্দোলনের প্রথম পর্বে নেমে পড়েছেন বিজেপি-র সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্যান্যরা। তাঁদের এই সক্রিয়তায় অখুশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু শুক্রবার রাতে ১ মিনিট ৪ সেকেন্ডের তাঁর ভিডিয়োবার্তা-সহ এক্সবার্তায় লিখেছেন, “শিক্ষক নিয়োগ দুর্নীতির মাথায় স্বয়ং মুখ্য এবং শিক্ষামন্ত্রী। সবচেয়ে বড় দোসর তখনকার তৃন-মন্ত্রী এবং এখনকার বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। একথা সর্বজনবিদিত। এদের কারুর হয়ে, শিক্ষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কেউ ঢুকে পড়লে, মাষ্টারমশাইরা মেনে নেবে কেন? বোঝার চেষ্টাই শ্রেয়।”
শিক্ষক নিয়োগ দূর্নীতির মাথায়
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) April 11, 2025
স্বয়ং মুখ্য এবং শিক্ষা মন্ত্রী।
সবচেয়ে বড় দোসর
তখনকার তৃন-মন্ত্রী এবং
এখনকার বিজেপি দলনেতা
শুভেন্দু অধিকারী।
একথা সর্বজনবিদিত।।
এদের কারুর হয়ে,
শিক্ষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে
কেউ ঢুকে পড়লে,
মাষ্টারমশাইরা মেনে নেবে কেন?
বোঝার চেষ্টাই শ্রেয়।। pic.twitter.com/Yyt0WcVxwZ