কলকাতা, ৩ সেপ্টেম্বর : গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে কলকাতা মেট্রোর গ্রীন লাইন-২-এর রবিবারের পরিষেবা চালু হয়েছে। প্রথম দিনেই এই নতুন পরিষেবায় ১৪,৫০০-রও বেশি যাত্রী যাতায়াত করেছেন। হাওড়া ময়দান থেকে কলকাতার কেন্দ্রস্থল এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা চালু হওয়ায় যাত্রীরা অত্যন্ত খুশি। গ্রীন লাইন-২-এর অধীনে গঙ্গার নিচ দিয়ে যাত্রা করার সুযোগ পেয়ে যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। নতুন পরিষেবাটি রবিবারের যাতায়াতে বিশেষভাবে সহায়ক প্রমাণিত হয়েছে। মেট্রোর চিফ পাবলিক রিলেশন্স অফিসার কৌশিক মিত্র জানিয়েছেন, এই পরিষেবা যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা প্রদান করবে এবং শহরের পরিবহণ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।