kolkata

1 week ago

Suvendu adhikari:‘পুলিশি অত্যাচার’, রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu adhikari
Suvendu adhikari

 

কলকাতা, ২৭ আগস্ট : “পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব”! পুলিশ-বিক্ষোভকারীদের দ্বৈরথের পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়তে থাকে পুলিশ। সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর সাফ কথা, বুধবার পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে যদি পুলিশ এই অত্যাচার বন্ধ না করে।

মঙ্গলবার সকালে চার ছাত্র নেতার গ্রেফতারি এবং পরে আন্দোলনকারীদের রুখতে পুলিশি ব্যবস্থার কড়া সমালোচনা করে কার্যত সরাসরি এই কর্মসূচিতে জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী।

কোনও রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নবান্ন অভিযানের ডাক দেয়। তবে প্রথম থেকে এই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন করার কথা জানিয়েছিল বিজেপি। মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারী চার ছাত্র নেতার গ্রেফতারির কথা এক্স-হ্যান্ডেলে অভিযোগ করেন।


You might also like!