কলকাতা, ১২ এপ্রিল : মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা নামানোর দাবি জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে শনিবারই কলকাতা হাইকোর্টে শুনানি হতে চলেছে। বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানি হবে। পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশের অক্ষমতাকে তুলে ধরে কেন্দ্রীয় বাহিনী নামানোর দাবি তোলেন শুভেন্দুবাবু। তাঁর দাবি, মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় অশান্তি হচ্ছে, হিংসা ছড়াচ্ছে, রাজ্য এবং পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি।