কলকাতা, ১৯ সেপ্টেম্বর : বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২২এর ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “শারোদৎসব বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা আপামর জনসাধারণের অংশগ্রহণ শারোদৎসব বাংলার | সংস্কৃতিকে দিন-দিন বৈচিত্র্যপূর্ণ বর্ণময় ও নান্দনিক করে তুলেছে। শারোদৎসবের মাধ্যমে বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার আপামর জনসাধারণের অংশগ্রহণকে মর্যাদাদান ও শারোদৎসব কে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে গত ২০১৩ সাল থেকে দুর্গা পুজোর সেরা সম্মান বিশ্ববাংলা শারদ সম্মান' পুরস্কার প্রবর্তন করেছে। ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ-এর তালিকায় অন্তর্ভূক্ত করেছে। আমাদের কাছে এ এক বড় সম্মান। এ বছরও কলকাতা ও সংলগ্ন এলাকা, অন্যান্য সকল জেলা, বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে "বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২২' প্রদান কর্মসূচি গ্রহণ করেছে।
কলকাতা ও সংলগ্ন এলাকা অর্থাৎ কলকাতা পৌর নিগম, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা, বিধাননগর পৌর নিগম এলাকায় যে সকল বিষয়ে বিশ্ব বাংলা শারদ সম্মান - ২০২২ প্রদান করা হবে সেগুলি হল সেরা প্রতিমা, সেরা মন্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজচেতনা পুজো, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যামিং এবং সেরার সেরা।
কলকাতা ও সংলগ্ন এলাকার পুজো গুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিবর্গ ‘বিশ্ববাংলা শারদ সম্মান- ২০২২’ বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করবেন। বিচারকমন্ডলী দ্বারা নির্বাচিত পুজো কমিটিগুলিকে 'বিশ্ববাংলা শারদ সম্মান-২০২২
পুরস্কারে ভূষিত করা হবে। নির্বাচিত পুজো কমিটির ফলাফল মহাষষ্ঠীর দিন আগামী ১ অক্টোবর, ২০২২-এ ঘোষণা করা হবে। কলকাতা ছাড়া বাকি ২২ টি জেলায় যে সকল বিষয়ে 'বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২২' দেওয়া হবে সেগুলো হলো- সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ও সেরা সমাজ সচেতনতা। জেলার নির্বাচিত পুজো কমিটিগুলির নাম ও আগামী ১ অক্টোবর, ২০২২-এ জেলায় জেলায় ঘোষণা করা হবে।
বিদেশের পুজোগুলি সাধারণত তিথির নির্ঘণ্ট ও মেনে হয় না, সপ্তাহান্তে হয়ে থাকে। তাদের কাছ থেকে আবেদনপত্র নেওয়া হবে অনলাইনে। একইভাবে রাজ্যের বাইরে পুজোগুলি অনলাইনে আবেদনের ভিত্তিতে সেরা পুজো বিভাগে 'বিশ্ববাংলা শারদ সম্মান ২০২২ পুরস্কারে ভূষিত করা হবে।
১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ২৫ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে কলকাতা সংলগ্ন এলাকার জন্য কলকাতা তথ্য কেন্দ্র থেকে আবেদন পত্র পাওয়া যাবে এবং এই সময়সীমার মধ্যে জমাও দেওয়া যাবে। জেলার পুজোগুলির ক্ষেত্রে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলা/মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিকের দফতর থেকে একই সময়সীমা অনুযায়ী আবেদন পত্র পাওয়া যাবে এবং জমাও দেওয়া যাবে।
এই প্রতিযোগিতার বিজয়ী পুজো কমিটি গুলিকে পুরস্কৃত করা হবে। • কলকাতার ক্ষেত্রে দুর্গা প্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রা (রেড রোড কার্নিভাল) আগামী ৮ অক্টোবর, ২০২২ অনুষ্ঠিত হবে। রাজ্যের বাকি সকল জেলায় এই প্রথম দুর্গা প্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রা আগামী ৭ অক্টোবর, ২০২২ (শুক্রবার) অনুষ্ঠিত হবে।“ বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হয়েছে।