কলকাতা, ২৬ সেপ্টেম্বর : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মচারিদের দাবির একাংশ মেনে নিল রাজ্য। পুজোর আগে টানা ছয় দিন ধরে বন্ধ একাধিক রটের বাসের চাকা। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এবার সমস্যার সমাধান করতে হস্তক্ষেপ করলেন খোদ পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
মাসের মধ্যে ২৬ দিনের কাজের প্রতিশ্রুতি দিয়ে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কাছে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানালেন মন্ত্রী। বদলে দিলেন একাধিক শর্ত মেনে নেওয়ার আশ্বাস। অস্থায়ী কর্মীদের ও তাঁদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দিলেন তিনি।
সপ্তাহখানেক ধরে রাজ্যের বিভিন্ন ডিপোয় এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্মবিরোতি চালাচ্ছিলেন। তার মধ্যে অন্যতম ছিল ২৬ দিন কাজ দিতে হবে। আপাতত রাজ্য সরকার সেই দাবি মেনে নিচ্ছে। পরিবহণ মন্ত্রী কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়ে কর্মীদের আশ্বাস দিয়েছেন, বাকি দাবিগুলি নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। সহানুভূতির সঙ্গে সেগুলি দেখা হবে।
প্রসঙ্গত, তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির নেতৃত্বে সপ্তাহখানেক ধরে চলা এই আন্দোলনের দক্ষিণবঙ্গের পরিবহণ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। পুজোর মুখে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। যা নিয়ে শাসকদল তৃণমূল অস্বস্তিতে পড়ে।