দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেল না সিবিআই। আগামী ১০ দিন তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত।
গত সাত দিন ধরে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই ছিলেন সুবীরেশ। কিন্তু এই সাত দিনে তাঁকে একবারও জেরা করার জন্য ডাকা হয়নি বলে আদালতে অভিযোগ করেন সুবীরেশের আইনজীবীরা।
সুবীরেশের আইনজীবী আদালতের কাছে জানতে চান, প্রশ্নই যদি না করা হয়, তবে উনি সহযোগিতা করছেন না বলা হল কী ভাবে? এ নিয়ে সিবিআই এবং সুবীরেশের আইনজীবীর বক্তব্য শোনার পরই সোমবার সুবীরেশকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।