দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার পার্থকে নিজেদের হেফাজতে চায় সিবিআই। তাদের দাবি এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্তই আসলে পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে পার্থের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল তো জেল হেফাজতেই রয়েছেন। আবার আলাদা করে তাঁকে গ্রেফতারি কেন?
শুক্রবার আলিপুর আদালতে দু’পক্ষের সওয়াল-জবাবের পর উঠে দাঁড়ান এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ। বলেন ,‘‘আমার ভূমিকা কী? প্রাথমিক বোর্ড কিংবা এসএসসি স্বয়ংশাসিত দফতর।’’তারাই প্রার্থীদের চয়ন করত। এদিন পার্থ বাবু বিচারকের উদ্দেশে বলেন, ‘‘স্যার আমি খুব অসুস্থ। কে আমাকে সাহায্য করবে! সারা দিন অনেক ওষুধ খাই। বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আপনার কাছে বিচারের আশায় আছি।’’