Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

1 month ago

SSC: SSC উচ্চ প্রাথমিক নিয়োগে এগোচ্ছে, আদালতের নির্দেশের পর কাউন্সেলিং কবে?

SSC
SSC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ ত্বরান্বিত করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ১,২৪১ পদে এখনও নিয়োগ কার্যকর হয়নি। কলকাতা হাই কোর্ট এই প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে, ফলে কমিশন তৎপর হয়ে উঠেছে।

কোর্টের নির্দেশ পাওয়ার পরই ১,২১৪ জনের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে এসএসসি সূত্রের খবর। এর আগে মোট আট দফায় ১২ হাজার ৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন করে এসএসসি। এর মধ্যে ৯ হাজার ৭০০ জনের উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়ে গিয়েছে। বাকিরা বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় সরকারি দপ্তর বা মোটা টাকার বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সেলিংয়ে অংশ নেননি। আট বার কাউন্সেলিংয়ের মধ্যে প্রথমবার ৮,৭৪৯ জন, দ্বিতীয়বার ২,৫৯৫ জন, তৃতীয়বার ৭২৪ জন, চতুর্থবার ২৬১ জন, পঞ্চমবার ১৫৩ জন, ষষ্ঠবার ৭২৭ জন এবং সপ্তমবার ১২১ জন, অষ্টমবার ৪৮ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়।

এবার নতুন করে আরও ১,২৪১ জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি। নতুন করে এই ১,২৪১ জনের শূন্য পদের তথ্য চেয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে এসএসসি। এসএসসি-র চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর। বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুততার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন। পুজোর ছুটির পরই সেই তথ্য নিয়ে এসএসসি-র কাছে পাঠানো হবে।

You might also like!